কাতারের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর চারদিনের কাতার সফরের শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিনিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিশেষভাবে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে তিনি বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দেন। এতে কাতারের ব্যবসায়ীরা সামরিক যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ পাবেন বলে উল্লেখ করেন তিনি।
বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের উৎপাদন খাত ও বন্দর ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এখনই বিনিয়োগের উপযুক্ত সময়।”
এছাড়া কাতার সরকারের সঙ্গে বাংলাদেশি সেনাসদস্য নিয়োগ নিয়েও আলোচনা হয়। কাতার প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ দেয়, যা বাড়ানোর অনুরোধ জানান অধ্যাপক ইউনূস।
এ সফরে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দোহায় আয়োজিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অংশগ্রহণ। এছাড়া তিনি “প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথনে: একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ” শীর্ষক একটি ফায়ারসাইড চ্যাটে অংশগ্রহণ করেন, যা আয়োজন করে মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স।

সফরের শুরুতে, ২১ এপ্রিল স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে অধ্যাপক ইউনূস দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।