
ফেসবুকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরার আহ্বান, অল ইন্ডিয়া রেডিওর প্রযোজক বিতর্কের মুখে – পুলিশ এখনও নিরব
অল ইন্ডিয়া রেডিও (AIR)-এর একজন প্রযোজক সামাজিক মাধ্যমে ঘৃণামূলক ও সাম্প্রদায়িক মন্তব্য করে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন। কেআর ইন্দিরা, যিনি একজন রেডিও প্রযোজক ও লেখিকা, ফেসবুকে একটি পোস্টে হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানান। তাঁর পোস্টে লেখা ছিল –“হিন্দুদের শিখতে হবে কিভাবে অস্ত্র ধরতে হয় এবং প্রচণ্ডভাবে কোপাতে হয়। নামজপ যাত্রা করলেই হবে…