CAF সভাপতির ক্লাবকে বিশৃঙ্খল ভক্তদের জন্য জরিমানা

আফ্রিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা CAF (Confederation of African Football) তাদের সভাপতির মালিকানাধীন ক্লাব মামেলোডি সানডাউনস-কে $100,000 (এক লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে। আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে ভক্তদের সহিংস আচরণের কারণে এই শাস্তি দেয়া হয়েছে।
ঘটনাটি কী ঘটেছিল?
গত ১ এপ্রিল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় মামেলোডি সানডাউনস ও তিউনিশিয়ার এস্পেরাঁসে ক্লাবের মধ্যে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দর্শকরা সহিংস আচরণে জড়িয়ে পড়ে। CAF জানায়, সানডাউনস ক্লাব নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছে। ক্লাবটি দক্ষিণ আফ্রিকান ধনকুবের ও CAF সভাপতি প্যাট্রিস মোত্সেপে-এর মালিকানাধীন, যিনি ফিফার সহ-সভাপতিও।
CAF জানিয়েছে, “সানডাউনস ক্লাবকে কড়াভাবে CAF-এর নির্ধারিত নিরাপত্তা ও সুরক্ষার নির্দেশিকা মেনে চলতে হবে, বিশেষ করে তাদের পরবর্তী ম্যাচগুলোতে।”
এস্পেরাঁসে ক্লাবের শাস্তি
এস্পেরাঁসেও তাদের ভক্তদের আচরণের জন্য $150,000 জরিমানা করা হয়েছে। উভয় ক্লাবের সমর্থকদের মধ্যে গ্যালারিতে মারামারি ও বিশৃঙ্খলা দেখা যায়, যা CAF-এর নিয়ম অনুযায়ী গুরুতর অপরাধ।
চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ
সানডাউনস ওই ম্যাচ ১-০ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে যায়। ফিরতি লেগে, তিউনিসে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। এবার সানডাউনস মিশরের আল আহলি ক্লাবের বিপক্ষে সেমিফাইনাল খেলবে।
এই দুটি ক্লাবই ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া FIFA ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে। সানডাউনস ও এস্পেরাঁসে আফ্রিকার চারটি দলের মধ্যে অন্যতম, যারা ফিফার ৩২ দলের নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে খেলবে।
সানডাউনস গ্রুপ পর্বে খেলবে উলসান (দক্ষিণ কোরিয়া), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), ও ফ্লুমিনেন্সে (ব্রাজিল)-এর সঙ্গে। খেলাগুলো হবে ওরল্যান্ডো, সিনসিনাটি ও মিয়ামি-তে।
অন্যদিকে এস্পেরাঁসের গ্রুপে রয়েছে চেলসি (ইংল্যান্ড), ফ্লামেঙ্গো (ব্রাজিল) এবং আরেকটি দল, যার জায়গা আগে ছিল লিওন (মেক্সিকো)-এর। কিন্তু ফিফা লিওনকে বাতিল করে দিয়েছে, কারণ তারা আরেকটি কোয়ালিফাইড ক্লাব পাচুকার মালিকানায়ও রয়েছে। লিওন ৫ মে মাদ্রিদে স্পোর্টস আদালতে আপিল শুনানিতে অংশ নেবে।

২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।