চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে দুই উইকেট তুললো বাংলাদেশ

চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সোমবার (২৮ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। প্রথম সেশনেই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।
দিনের প্রথম সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। টেস্ট অভিষেকে পঞ্চম ওভারেই নিজের প্রথম উইকেটের দেখা পান এই ডানহাতি পেসার। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ব্রায়ান বেনেট, করেন ৩৩ বলে ২১ রান। তাতে ৪১ রানে ভাঙে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। যদিও এর আগে মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে সহজ ক্যাচ মিস করেছিলেন সাদমান ইসলাম।
এরপর দ্বিতীয় ধাক্কাটি দেন তাইজুল ইসলাম। ইনিংসের ১৮.২ ওভারে বেন কারেনকে (৫০ বলে ২১ রান) আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন তিনি। প্রথম সেশন শেষে ২ উইকেটে ৮৯ রান তুলে নেয় জিম্বাবুয়ে। অপরাজিত থেকে ব্যাট করছেন নিক ওয়েলচ (৩২ রান) এবং শন উইলিয়ামস (৬ রান)।
সিরিজের প্রথম টেস্টে সিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত-মুশফিকদের দলের সামনে। তবে জিতলেও সিরিজ সমতায় শেষ হবে; হারলে বা ড্র করলে সিরিজ জিম্বাবুয়ের হাতেই চলে যাবে।
চট্টগ্রামে বাংলাদেশ দলের প্রত্যাশা, প্রথম সেশনের এই ভালো সূচনার ধারা ধরে রেখে সিরিজে ফিরে আসা।