ইসরাইলে ভয়াবহ দাবানল, নেতানিয়াহুর ঘোষণা: জাতীয় জরুরি অবস্থা

ইসরাইলের জেরুসালেমের আশপাশে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবানল দ্রুত বিস্তার লাভ করায় হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জেরুসালেম-তেলআবিব প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার থেকে জ্বলতে থাকা আগুনের ঘন ধোঁয়ায় ঢেকে গেছে মহাসড়কগুলো। দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালালেও তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। সেনাবাহিনীকে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে।
ইসরাইলের জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (MDA) জানিয়েছে, এখন পর্যন্ত ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন দুই গর্ভবতী নারী ও দুই শিশুও। ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দগ্ধ হওয়ার কারণেই বেশিরভাগকে চিকিৎসা দিতে হয়েছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের কারণে আগুন সহজেই জেরুসালেম শহরের দিকে ছড়িয়ে পড়তে পারে। আমাদের যত দ্রুত সম্ভব আগুন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এখন এটি কেবল একটি স্থানীয় সংকট নয়, বরং একটি জাতীয় জরুরি অবস্থা।”
পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে পাঁচটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্বাধীনতা দিবস উপলক্ষে নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে, যেন ফায়ার সার্ভিস কর্মীরা পুরোপুরি আগুন মোকাবেলায় নিয়োজিত থাকতে পারেন।
ইসরাইলের ফায়ার সার্ভিস প্রধান এয়াল ক্যাসপি জানান, প্রচণ্ড বাতাস ও খারাপ আবহাওয়ার কারণে বিমান থেকেও কার্যকরভাবে পানি ফেলতে পারছে না। তিনি বলেন, “আমরা এখন সম্ভবত গত দশকের সবচেয়ে বড় দাবানলের মুখে।”
এদিকে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির জানান, কিছু দাবানল ইচ্ছাকৃতভাবে লাগানো হয়ে থাকতে পারে। পূর্ব জেরুসালেমের এক বাসিন্দাকে একটি মাঠে আগুন লাগানোর চেষ্টার সময় গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
সহযোগিতার জন্য ইসরাইল ইতোমধ্যে গ্রিস, সাইপ্রাস, ইতালি, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি আগুন নেভানোর বিমান খুব শিগগিরই ইসরাইলে পৌঁছাবে বলে জানানো হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই দুর্যোগে ইসরাইলের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন।

israel-wildfire-emergency-jerusalem-2025