বাংলাদেশের সব অগ্রগতি বিএনপির হাত ধরেই সম্ভব হয়েছে: রুমিন ফারহানা

bangladesher-unnayan-bnp-ruminspeech

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে যত ভালো পরিবর্তন হয়েছে, সবই বিএনপি ও জিয়া পরিবারের অবদান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনাজপুর শহরের নাজমা গার্ডেন মিলনায়তনে আয়োজিত বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন।

রুমিন বলেন, “১৯৭১ সালে যখন আওয়ামী লীগ জনগণকে বিপদে ফেলে পালিয়েছিল, তখন জিয়াউর রহমানই বলেছিলেন ‘উই রিভোল্ট’। তিনি দেশের সব রাজনৈতিক দলের জন্য রাজনীতি করার পথ উন্মুক্ত করেছিলেন।”
তিনি আরো বলেন, “৭৪-এর দুর্ভিক্ষে জনগণের চরম দুর্দশার সময় দেশের অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করিয়েছেন জিয়াউর রহমান। গার্মেন্টস শিল্প, কৃষি বিপ্লব এবং বৈদেশিক রেমিটেন্সের ভিত্তি স্থাপন তাঁর হাতেই হয়েছে।”

সংসদীয় গণতন্ত্র এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে রুমিন বলেন, “বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে।”

আওয়ামী লীগের অধীনে হওয়া পাতানো নির্বাচন ও অনিশ্চিত নির্বাচনী সময়সূচি নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, “বিএনপি সবসময় গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয়নি।”

bangladesher-unnayan-bnp-ruminspeech

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় জেলা ও উপজেলা ইউনিটসহ অঙ্গসংগঠনের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *