বিচার ব্যবস্থাকে সহজ ও দুর্নীতিমুক্ত করতে হবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও তা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আজ রবিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ বা সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিচারকদের উদ্দেশে ড. আসিফ নজরুল বলেন, “বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিতে জড়ানো যাবে না। সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয়, তা নিশ্চিত করতে হবে।
আসিফ নজরুল বলেন, “বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এমনভাবে প্রস্তুত করতে হবে যেন উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসেন।”
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেন।
